Amar Sangbad
ঢাকা শনিবার, ১৮ জানুয়ারি, ২০২৫,

সাংবাদিক সৈয়দ আহমেদ অটল ইন্তেকাল করেছেন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ৮, ২০২৪, ০৬:৫১ পিএম


সাংবাদিক সৈয়দ আহমেদ অটল ইন্তেকাল করেছেন

জাতীয় প্রেসক্লাব-ডিআরইউ এর সদস্য, বগুড়া জার্নালিস্ট ফোরামের উপদেষ্টা, দৈনিক করতোয়ার প্রধান প্রতিবেদক ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আহমদ অটল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে রাজধানীর গেন্ডারিয়াস্থ আজগর আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে বৃহস্পতিবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

তার বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী এক ছেলে ও এক মেয়ে আত্মীয় স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

আজ বাদ জুমা ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এবং জাতীয় প্রেস ক্লাবে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে রাজধানীর আজিমপুর কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

প্রিয় সহকর্মী অটল এর মৃত্যুতে বগুড়া জার্নালিস্ট ফোরামের পক্ষ থেকে সভাপতি ফেরদৌস মামুন, সাধারণ সম্পাদক সুমন প্রামাণিক গভীরভাবে শোক প্রকাশ করেন। নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

সৈয়দ আহমদ অটলের জন্ম বগুড়া শহরের চকসুত্রাপুর ১৯৫২ সালের ১০ মার্চ। তিনি ছয় ভাই তিন বোনের মধ্যে তিনি ছিলেন দ্বিতীয়।

বগুড়ার চকযাদু প্রাইমারি স্কুল, বাংলা স্কুল, সরকারি আযিযুল হক কলেজ ও সরকারি তিতুমীর কলেজে লেখাপড়া করেন। ছাত্র অবস্থায় তিনি একাত্তরের মহান মুক্তিযুদ্ধ অংশ নেন। এছাড়া ছাত্র রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন তিনি।

এইচআর

Link copied!