Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

আইইবি সভাপতি

সমন্বয়হীনতার ফলে দেশের সম্পদ হারাচ্ছে

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১১, ২০২৪, ০৭:০০ পিএম


সমন্বয়হীনতার ফলে দেশের সম্পদ হারাচ্ছে

সমন্বয়হীনতার জন্য আমরা অনেক সম্পদ হারাচ্ছি। একটা সড়কে সিটি কর্পোরেশন কাজ করে চলে যাওয়ার পর আবার ওয়াসা কাজ করে। এরপর আবার অন্য একটা সংস্থা কাজ করে।

বারবার খোঁড়াখুঁড়ির ফলে একদিকে যেমন জনভোগান্তি বাড়ে অন্যদিকে একই খরচ বারবার হচ্ছে। তাই উন্নয়ন কাজগুলো পরিকল্পিত এবং সমন্বিত হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের (আইইবি) সভাপতি প্রকৌশলী মো. আবদুস সবুর।

রোববার (১১ মার্চ) প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এর সেমিনার কক্ষে নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সদস্যদের তিনদিনব্যাপী  প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রকৌশলী মো. আবদুস সবুর বলেন, আমরা যদি পরিকল্পিত নগর গড়তে না পারি তাহলে ভবিষ্যতের অনেক ক্ষতিগ্রস্ত হতে হবে। যদি সবকিছুর সমন্বয় করে একটি মানবিক শহর গড়তে পারি তাহলে স্মার্ট বাংলাদেশ গড়ার কাজ অনেকটাই এগিয়ে যাবো। যার যার কাজ তাকেই করতে হবে। যদি প্রকৌশলী, স্থপতি ও পরিকল্পনাবিদরা নিজ নিজ কাজ ঠিকমতো করে, তবে নগরের দুর্যোগ ঝুঁকি কমানো সম্ভব হবে। মেট্রোরেলসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে ঢাকা বদলে যাচ্ছে। এলিভেটেড এক্সপ্রেসওয়ে ও মেট্রোরেল সম্পন্ন হয়ে গেলে ঢাকা একটি সুন্দর শহরে পরিণত হবে।

এর আগে প্রশিক্ষণ সেশনকালে ঢাকা ওয়াসার সাবেক চেয়ারম্যান প্রকৌশলী ড. মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, আমাদের পানির পরিমাণ দ্রুত কমে যাচ্ছে। প্রতি বছর প্রায় এক মিটার কমছে। গভীর নলকূপের পরিমাণ কমিয়ে আনতে হবে। বর্তমানে নয়শ গভীর নলকূপ রয়েছে। পদ্মা পানি শোধনাগার নিয়ে নানা সমস্যা আছে। এটার প্রধান সমস্যা হলো পাইপলাইন নাই বলে পানি দেয়া যাচ্ছে না।

কথা ছিল এই প্রজেক্ট থেকে প্রায় ৪৫ কোটি লিটার পানি উত্তোলন করা হবে। অথচ এটি উত্তোলনে ব্যর্থ হচ্ছে কর্তৃপক্ষ। এই প্রজেক্ট বাস্তবায়নে প্রায় আটশ কোটি টাকা ব্যয় হয়। পৃথিবীর কোন দেশেই এলাকা ভিত্তিক পানির দাম নির্ধারণ করা হয় না। বাসায় এখনো ময়লা পানির সমস্যা রয়েই গেছে।

অনুষ্ঠানের সভাপ্রধান পিআইবি’র মহাপরিচালক জাফর ওয়াজেদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির অধ্যয়ন ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক চলতি দায়িত্ব শেখ মজলিশ ফুয়াদ, প্রশিক্ষণ সমন্বায়ক পিআইবি’র প্রতিবেদক এম. এম. নাজমুল হাসান, ইউডিজেএফবির সভাপতি মতিন আব্দুল্লাহ এবং সাধারণ সম্পাদক ফয়সাল খান প্রমুখ। নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম বাংলাদেশের (ইউডিজেএফবি) ৩৫ জন সদস্য ‘নগর পরিকল্পনা ও বাস্তবায়ন’ শীর্ষক এ প্রশিক্ষণে অংশ নেন।

বিআরইউ

Link copied!