Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রমজানে সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল পুনঃনির্ধারণ

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১২, ২০২৪, ০৫:৩৫ পিএম


রমজানে সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল পুনঃনির্ধারণ

চলতি রমজান মাসে সিএনজি স্টেশনসমূহ বন্ধের সময়কাল পুনঃনির্ধারণ করেছে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ। 

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বিদ্যুৎ চাহিদার দৈনিক পিক আওয়ারে গ্যাস বিতরণ নেটওয়ার্কে সম্ভাব্য স্বল্প-চাপ পরিস্থিতি নিরসনের লক্ষ্যে পহেলা রমজান হতে ০৬ এপ্রিল পর্যন্ত বর্তমানে সিএনজি স্টশনসমূহ বন্ধের সময়কাল সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত পরিবর্তন করে বিকাল ৫টা হতে রাত ১০টা পর্যন্ত অর্থাৎ মোট ৫ (পাঁচ) ঘণ্টা পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পবিত্র ঈদুল ফিতর, ২০২৪ উদ্‌যাপন উপলক্ষ্যে মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াতে যানবাহন চলাচল স্বাভাবিক রাখার জন্য জ্বালানি সরবরাহের সুবিধার্থে ০৭-১৮ এপ্রিল সিএনজি স্টেশনসমূহ সার্বক্ষণিক খোলা রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং ১৯ এপ্রিল, ২০২৪ হতে পূর্বের ন্যায় সন্ধ্যা ৬টা হতে রাত ১১টা পর্যন্ত সিএনজি স্টেশনসমূহ বন্ধ থাকবে।

এ নির্দেশনা জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ কর্তৃক প্রদান করা হয়েছে।

বিআরইউ

Link copied!