Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

জরিমানাসহ ধানমন্ডির ৩ রেস্তোরাঁকে রাজউকের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৩, ২০২৪, ০৫:০৭ পিএম


জরিমানাসহ ধানমন্ডির ৩ রেস্তোরাঁকে রাজউকের সতর্কতা

রাজধানীর ধানমন্ডি এলাকায় তিনটি রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এসময় বিভিন্ন অসঙ্গতির দায়ে তিনটি রেস্তোরাঁকে সতর্ক করা হয়। একইসঙ্গে যথাযথ কাগজপত্র দেখানোর জন্য দুটি রেস্তোরাঁর ভবন মালিককে ২ মাস সময় বেঁধে দেয়া হয়েছে।

এর আগে সকালে ধানমন্ডি এলাকায় অভিযান চালিয়ে আবাসিক হিসেবে অনুমোদিত ভবনে গাড়ির গোডাউন করায় সুমন ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। তার পার্শ্ববর্তী আরেকটি ভবনের মালিককে জরিমানা করা হয় ১ লাখ টাকা।

বুধবার (১৩ মার্চ) সকাল থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মনির হোসেন হাওলাদার এসব অভিযান পরিচালনা করেন।

দেখা যায়, দুপর ২টার পর ধানমন্ডি ৩৮ নম্বর সড়কের হারফি রেস্টুরেন্ট, ৩৬ নম্বর রোডের বারবিকিউ টুনাইট ও ডোমিনোজ পিৎজায় অভিযানিক দল ঘুরে দেখেন। এসময় ভবনের অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, জরুরি বহির্গমন এবং নকশাসহ অন্যান্য বিষয় যাচাই-বাছাই করা হয়।

এরমধ্যে হারফি রেস্টুরেন্টের সবকিছু ঠিকঠাক থাকলেও কিছু অসংগতি উঠে আসে অন্য দুটি রোস্তোরাঁয়। পরে দ্রুততম সময়ের মধ্যে এসব অসংগতি দূর করার অঙ্গীকারনামা নেয়া হয়। সেইসঙ্গে ওই ভবনের মালিককে আগামী দুই মাসের মধ্যে সব কাগজপত্র দিয়ে রাজউকে হাজির হওয়ার জন্য বলা হয়েছে।

রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনির হোসেন বলেন, আমরা তিনটি রেস্তোরাঁ ঘুরে দেখেছি। এর মধ্যে দুটি রেস্তোরাঁয় বেশ কিছু অসুবিধা চোখে পড়েছে। তাদেরকে সতর্ক করে সময় বেঁধে দেয়া হয়েছে। ভবনটির মালিক বর্তমানে দেশের বাইরে অবস্থান করছেন, তাই সময় দেয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

বিআরইউ

Link copied!