Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

নারীর ওপর ভাষিক আক্রমণ রোধে ঊষার আলোর লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৫, ২০২৪, ০৯:০৪ পিএম


নারীর ওপর ভাষিক আক্রমণ রোধে ঊষার আলোর লিফলেট বিতরণ

নারীর ওপর ভাষিক আক্রমণ রোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছে সামাজিক সংগঠন ঊষার আলো ফাউন্ডেশন।

শুক্রবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন সংগঠনের সভাপতি ও সাংবাদিক মিনহাজুল ইসলাম।

এরপর সংগঠনের সদস্যরা প্রেসক্লাব, পল্টন, গুলিস্তানসহ আশপাশের এলাকায় পথচারী, শ্রমিক ও গণপরিবহনে এসব লিফলেট বিতরণ করেন।

সংগঠনটির সূত্রে জানা যায়, নারীকে হেয় করে সমাজে প্রচলিত এমন গালির ব্যবহার রোধে সচেতনতামূলক এসব লিফলেট তৈরি করা হয়েছে। আজ থেকে ঢাকা শহরের বিভিন্ন জায়গায় এসব লিফলেট বিতরণ করবেন সংগঠনটির সদস্যরা। এ কর্মসূচি চলমান থাকবে বলেও সংগঠনটির সূত্রে জানা গেছে।

কর্মসূচির উদ্বোধনকালে ঊষার আলো ফাউন্ডেশনের সভাপতি মিনহাজুল ইসলাম বলেন, আমাদের সমাজে নারীকে লক্ষ্য করে, এমনকি মা-কে নিয়ে অনেক অশ্লীল ও যৌনতাপূর্ণ গালির প্রচলন রয়েছে। যা একটি সভ্য সমাজে কল্পনাও করা যায় না৷ আমরা মানুষকে সচেতন করতে মাঠে নেমেছি, যাতে লোকেরা অন্তত এ ধরনের গালি না দেয়। বিশেষত কারো মাকে নিয়ে অশ্লীল গালি না দেয় সেজন্য আমাদের এই উদ্যোগ।

এ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্য মো. হাসিবুর রহমান, সাজিদ হোসেন শিকদার, মো. আল-আমিন, মো. নাজমুল হোসেন, মেহরাব হোসেন প্রান্তিক, মাহফুজ আহসান, বায়েজিদ খন্দকার প্রমুখ।

ইএইচ

Link copied!