Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

চালককে ট্রাক থেকে নামিয়ে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার ৬

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৪, ০৫:৫৮ পিএম


চালককে ট্রাক থেকে নামিয়ে গুলি: অস্ত্রসহ গ্রেপ্তার ৬

সবুজবাগে চালককে ট্রাক থেকে নামিয়ে গুলি করার ঘটনায় পাঁচটি অস্ত্রসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

আজ সোমবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

তিনি জানান, দুই গ্রুপের দ্বন্দ্বের জেরে ট্রাকচালক আলমকে ট্রাক থেকে নামিয়ে পায়ে গুলি করে অপর পক্ষ। খিলগাঁও এলাকায় বাবুল ও নজরুল গ্রুপের দ্বন্দ্ব ছিল বালুমহাল নিয়ে।

নজরুল গ্রুপের লোকেরা অন্য গ্রুপের ট্রাক দেখে চালক আলমকে ট্রাক থেকে নামিয়ে গুলি করে। পরে তিনি ঢাকা মেডিকেলে চিকিৎসা নেয়।

ডিবি পুলিশ জানায়, গুলি করে রমজান। তার নামে ১২টির বেশি মামলা রয়েছে। সে খিলগাঁও এলাকার শীর্ষ সন্ত্রাসী। তারা চাঁদা, অস্ত্র নিয়ে বাড়ি দখল করা ছাড়াও সবুজবাগ এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালায়। তাদের কাছ থেকে পাঁচটি অস্ত্র উদ্ধার করে ডিবি।

আরএস

Link copied!