Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

খিলগাঁওয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ১৮, ২০২৪, ০৮:০০ পিএম


খিলগাঁওয়ে মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

দীর্ঘদিন খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল এলাকায় মাদক ব্যবসা করে আসছে এক দম্পতি। রোববার রাতে অভিযান চালিয়ে মাদক কারবারি স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, খিলগাঁও রেলগেইট এর সামনে পাঁকা রাস্তার ওপর মো. সুমন মিয়া ওরফে ডোঙা সুমনকে (৩৪) সাতশ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করে পুলিশ।

তাদের জিজ্ঞাসাবাদে বাসায় আরও মাদক আছে বলে স্বীকার করে। পরে সবুজবাগ থানা পুলিশের সহায়তায় বৌদ্ধ মন্দিরের বিপরীত পাশে ঘোড়া গলির বাসা থেকে তার স্ত্রী জয়নব বানু সুমির (৩৪) দেখানো জায়গায় ও ঘরের বিভিন্ন স্থান হতে পাঁচ শ’ পিস ইয়াবা ও চার কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয় গ্রেপ্তার মো. সুমন মিয়া ওরফে ডোঙা সুমনের তথ্য যাচাই-বাছাই করে তার নামে বিভিন্ন জেলায় ও থানায় ১২টি মাদক মামলা এবং তার স্ত্রী জয়নব বানু সুমির নামে বিভিন্ন জেলায় ও থানায় ১৮টি মাদক মামলা রয়েছে।

তারা দীর্ঘদিন ধরে খিলগাঁও, সবুজবাগ, মতিঝিল এলাকায় গোপনে মাদক ব্যবসা চালিয়ে আসছে বলে জানা যায়। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা রুজু প্রক্রিয়াধীন। সোমবার আসামিদের আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!