Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বঙ্গোপসাগরে লঘুচাপ

ছয় জেলায় দেশজুড়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ২১, ২০২৪, ১১:৫৮ এএম


ছয় জেলায় দেশজুড়ে বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা

আজও দেশের ছয় জেলায় বজ্রসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা বলে জানিয়েছে আবহাওয়া অফিস। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে গত মঙ্গলবার থেকেই টানা বৃষ্টি হচ্ছে দেশের বিভিন্ন জায়গায়।

দেশের ছয় জেলায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়-বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তবে,অসছে শুক্রবার থেকে তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (২১ মার্চ) সকাল সাড়ে ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেয়া আবহাওয়াবিদ মোঃ মনোয়ার হোসেন স্বাক্ষরিত এক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। ফলে এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদেরা বলছেন, পশ্চিমা লঘুচাপের একটি অংশ ভারতের পশ্চিমবঙ্গে এবং এর কাছাকাছি এলাকায় আছে। এই পশ্চিমা লঘুচাপের ফলেই টানা বৃষ্টির দেখা মিলছে।

অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা এবং সিলেট অঞ্চল সমূহের উপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কি.মি. বেগে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। তবে, আগামীকাল শুক্রবার থেকে তাপমাত্রা আবার বাড়ার সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, সবশেষ ২৪ ঘণ্টায় দিনাজপুরে দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত ৫৬ মিলিমিটার রেকর্ড করা হয়েছে। এসময় রংপুরে ৩৪, কুড়িগ্রামের রাজারহাটে ৩৫, নীলফামারির ডিমলায় ৩০ এবং রাজধানী ঢাকায় ১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জরিপ আবহাওয়া অফিসের।

বিআরইউ

Link copied!