Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোর্ট ইয়ার্ডে ‘স্মৃতি চিরঞ্জীবে‍‍’ বিচারপতিদের শ্রদ্ধা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৭, ২০২৪, ১২:০৪ পিএম


কোর্ট ইয়ার্ডে ‘স্মৃতি চিরঞ্জীবে‍‍’ বিচারপতিদের শ্রদ্ধা
ছবি: আমার সংবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে বাংলাদেশের প্রধান বিচারপতির কার্যভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মঙ্গলবার (২৯ মার্চ) সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিদের সাথে নিয়ে সকাল পৌনে আটটায় বাংলাদেশ সুপ্রিম কোর্ট ইনার কোর্ট ইয়ার্ডে অবস্থিত ‘স্মৃতি চিরঞ্জীব’ স্মারক সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

এসময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের রেজিস্ট্রার ও কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। এরপর স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন বিচারপতিরা।

এআরএস

Link copied!