Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ক্যান্সার আক্রান্ত অহনার পাশে দাঁড়ালো ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মার্চ ২৮, ২০২৪, ০৪:৫৯ পিএম


ক্যান্সার আক্রান্ত অহনার পাশে দাঁড়ালো ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’
ছবি: আমার সংবাদ

ক্যান্সারে আক্রান্ত খিলগাঁও স্কুলের সপ্তম শ্রেণির ছাত্রী অহনার চিকিৎসায় এগিয়ে এসেছে ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’।

অহনার মা-বাবার বুক ফাটা কান্নার ভিডিও প্রতিবেদন প্রচার হয় একটি বেসরকারি টেলিভিশনে। ওই সংবাদের তথ্যের সূত্রধরে মানবিক সংগঠন ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’ অহনার চিকিৎসা সহায়তার হাত বাড়িয়ে দেয়।

দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে জীবন প্রদীপ নেভার পথে অহনার। এই অবস্থায় তার পরিবারের প্রতি নিজেদের বোধ থেকে দায়বদ্ধ হয়েছে সংগঠনটি।

সম্প্রতি ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’ কাওরান বাজারস্থ একটি রেস্টুরেন্টে অহনার পরিবারের হাতে সহযোগিতা পৌঁছে দিতে ইফতার পার্টির আয়োজন করে। 

এ বিষয়ে সংগঠনটির নির্বাহী সদস্য মুকাদ্দেম বাবু বলেন, অল্প সময়ের নোটিশে ‘সারা বাংলা ৮৮ ফাউন্ডেশন’ সদস্য অহনার চিকিৎসা এগিয়ে এসেছেন। অহনা আমাদের সন্তান এভাবে যদি সমাজের হৃদয়বান ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এমন মানবিক আবেদন বিবেচনায় নিয়ে এগিয়ে আসেন তাহলে জীবন প্রদীপ জ্বলে অহনার মত সম্ভাবনাময় আগামী প্রজন্মের। আসুন আমরা সবাই অহনার পাশে দাঁড়াই।

এআরএস

Link copied!