Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

প্রায় তিন হাজার মানুষকে ঈদ উপহার দিলেন কাউন্সিলর মন্নাফী

নিজস্ব প্রতিবেদক :

নিজস্ব প্রতিবেদক :

এপ্রিল ৭, ২০২৪, ০৪:৩৮ পিএম


প্রায় তিন হাজার মানুষকে ঈদ উপহার দিলেন কাউন্সিলর মন্নাফী

দুই হাজার ১৭৩টি পরিবার ও চার হাজার ৭৫০ জন ভোটারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ সিটি করপোরেশনের ৩৮ নং ওয়ার্ডের কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী। 

প্রতি বছর ঈদুল ফিতর উপলক্ষ্যে গরীব-অসহায়সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেন তিনি। 

তারই ধারাবাহিকতায় আজ রোববার (৭ এপ্রিল) রাজধানীর ওয়ারী জয়কালী মন্দিরের সামনে এসব ঈদ উপহার সামগ্রীর বিতরণ করা হয়। ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, সেমাইয়ের প্যাকেট, লবন ও এক কেজি গরুর মাংস।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মো: রিয়াজ উদ্দিন রিয়াজ এর সঞ্চালনায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলে নূর তাপস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব ঈদ উপহার সামগ্রীর বিতরণ করেন। 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম আমিন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ মহানগর দক্ষিণ আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিআরইউ

Link copied!