Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত, উদ্ধার কার্যক্রম শুরু

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১৭, ২০২৪, ১০:২২ এএম


তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের লাইনচ্যুত, উদ্ধার কার্যক্রম শুরু

জামালপুর থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী যমুনা এক্সপ্রেসের একটি ট্রেন রাজধানীর তেজগাঁওয়ে লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। এ ঘটনার পরপর শুরু হয়েছে উদ্ধার কার্যক্রম।

বুধবার (১৭ এপ্রিল) সকাল ৮টা ৫ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন কমলাপুর রেল স্টেশনের স্টেশন ম্যানেজার মোহাম্মদ আনোয়ার হোসেন।

মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, তেজগাঁওয়ে যমুনা এক্সপ্রেসের একটি ট্রেনে দুর্ঘটনা ঘটেছে।

সরেজমিনে দেখা গেছে, রাজধানী তেজগাঁওয়ের কারনবাজার মাছের আড়ৎ সংলগ্ন যমুনা এক্সপ্রেস ট্রেনের শোভন-ক ৯৬০০৮১ নাম্বার বগিটির দুইটি চাকা লাইন থেকে নিচে নেমে যায়। ঘটনার পরপরই বগিটি উদ্ধারের কার্যক্রম শুরু করেন কর্তৃপক্ষ। সকাল ১০টা নাগাদ বগিটি উদ্ধার করে পুনরায় লাইনে ফেরত আনা হয়।

উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া রেলওয়ে কর্তৃপক্ষ বলেন, অতিরিক্ত গরমের কারণে লাইন বাঁকা হয়ে দুর্ঘটনা ঘটতে পারে। তবে এ বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারছি না।

এ ঘটনায় কোনো ধরনের হতাহতের ঘটনা নেই বলেও জানান উদ্ধার কার্যক্রমে অংশ নেয়া রেলওয়ে কর্তৃপক্ষ।

বিআরইউ

Link copied!