Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

বনশ্রীতে ভবনে আগুন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৪, ০১:৫৪ পিএম


বনশ্রীতে ভবনে আগুন

রাজধানীর বনশ্রী এলাকায় একটি আবাসিক ভবনে আগুন লেগেছে বলে খবর পাওয়া গেছে। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ভবনটিতে আগুন লাগে।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

বলেন, সাড়ে ১২টার দিকে বনশ্রী সি ব্লকের একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পাই। এরপর আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদও পাওয়া যায়নি।

ইএইচ

Link copied!