Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৪, ২০২৪, ১০:২৫ এএম


রাজধানীতে যেসব এলাকায় আজ গ্যাস থাকবে না

গ্যাস পাইপলাইনের জরুরি কাজের অভিযান হিসেবে রাজধানীর কয়েকটি এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকার ঘোষণা দিয়েছে তিতাস। আজ বুধবার (২৪ এপ্রিল) তিন ঘণ্টা যাবৎ এ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৩ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানায় তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বার্তায় জানানো হয়, বুধবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত মোট তিন ঘণ্টা শনিরআখড়া, বড়ইতলা, ছাপড়া মসজিদ, দনিয়া, জুরাইন, ধোলাইরপাড় ও কদমতলী এলাকার সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ ছাড়া, ওই সময়ে আশপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে। গ্রাহকবৃন্দের সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখিত।

এদিকে রাজধানীর বিভিন্ন এলাকায় বকেয়া বিল আদায় ও অবৈধ গ্যাস বিচ্ছিন্নকরণের বিশেষ অভিযান পরিচালনা করেছে তিতাস।

সর্বশেষ মঙ্গলবার (২৩ এপ্রিল) রাজধানীর কাজিপাড়া, শেওড়াপাড়া, পাইকপাড়াসহ বিভিন্ন এলাকায় ৭৬ গ্রাহকের গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

বিআরইউ

Link copied!