Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

লালবাগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ২৫, ২০২৪, ০৩:৩৫ পিএম


লালবাগে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ আদায়

সারাদেশে তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ হয়ে বৃষ্টির জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা। এরই ধারাবাহিকতায় রাজধানীর পুরান ঢাকার লালবাগে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।

বৃহস্পতিবার সকালে রাজধানীর লালবাগের হাজী আবুল আলিম মাঠে ইসতিসকার নামাজ আদায় করেন ধর্মপ্রাণ মুসল্লিরা।

সকাল সাড়ে ১০টার দিকে বাংলাদেশ জাতীয় ইমাম সমাজের সভাপতি মাওলানা আব্দুর রাজ্জাকের পরিচালনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর হাসিবুর রহমান মানিকের উদ্যোগে সালাতুল ইসতিসকারের নামাজ ও বিশেষ দোয়ায় ইমামতি করেন জামিয়া কুরানিয়া লালবাগ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মহিবুল্লাহ।

ইএইচ

Link copied!