Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫,

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান আইনজীবীদের

জালাল আহমদ, ঢাকা

জালাল আহমদ, ঢাকা

এপ্রিল ৩০, ২০২৪, ০৩:৩৫ পিএম


স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান আইনজীবীদের

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানিয়েছেন সুপ্রিমকোর্টের আইনজীবীরা। স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি অনুরোধ করেন আইনজীবীরা।

মঙ্গলবার দুপুরে সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতি ভবনের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তারা এ দাবি জানান।

বর্বর রাষ্ট্র ইসরাইল রাষ্ট্র কর্তৃক ফিলিস্তিনের গাজা উপত্যকায় গণহত্যার প্রতিবাদে এবং ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্রের দাবিতে ‘দ্যা ভয়েস অফ লইয়ার্স অফ বাংলাদেশ’ ব্যানারে সুপ্রিমকোর্টের একদল আইনজীবী এই সমাবেশের আয়োজন করেন।

সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ও সাবেক সভাপতি অ্যাডভোকেট গিয়াসউদ্দিনের সভাপতিত্বে এবং সুপ্রিমকোর্টের আইনজীবী অ্যাডভোকেট পারভেজ হোসেন সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন- অ্যাডভোকেট মহসীন রশিদ, অ্যাডভোকেট মো. আশরাফুজ্জামান, অ্যাডভোকেট আবেদ রাজা, অ্যাডভোকেট শাহ আহমদ বাদল, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক এজিস অ্যাডভোকেট সাইফুর রহমান প্রমুখ।

ইএইচ

Link copied!