Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিরপুরে বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ১, ২০২৪, ১২:৪৫ পিএম


মিরপুরে বাসচাপায় ফুপু-ভাতিজা নিহত

বাসচাপায় রাজধানীর মিরপুর এলাকায় নারীসহ এক শিশু নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। 

মঙ্গলবার রাতে পূরবী সিনেমা হলের সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন মোছা. খায়রুন বেগম (৩৬) ও তার ভাতিজা মো. ইয়াসিন (৪)।

পল্লবী থানার অপারেশন অফিসার মো. আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

বলেন, পূরবী সিনেমা হলের সামনে রাস্তা পারাপারের সময় বসুমতি পরিবহনের বাস তাদের দুজনকে চাপা দেয়। পরে তাদেরকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস অ্যান্ড হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘাতক বাসের চালককে আটক করা হয়েছে, বাসটিও জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!