Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ৬, ২০২৪, ০৯:৫২ এএম


রাজধানীতে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। যাত্রাবাড়ীর মাতুয়াইল আউটগোয়িং ইউটার্ন পয়েন্টে এ দুর্ঘটনাটি ঘটেছে।

রোববার দিবাগত রাত পৌনে তিনটার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পিকআপ  চালক বাবুল চিশতী (৪৫) ও কবির হোসেন (৫০)।

গুরুতর আহত অবস্থায় তাদের দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক বাবুল চিশতিকে মৃত ঘোষণা করেন এবং ভোরে চিকিৎসাধীন অবস্থায় কবির হোসেন মারা যান।

নিহত পিকআপ চালক বাবুল চিশতি শরীয়তপুরের গোসাইরহাট থানার সামন্ত সাহা গ্রামের আব্দুর রশিদ আকন্দ ছেলে এবং কবির হোসেন একই জেলার ভেদরগঞ্জ থানার সিংঢালা গ্রামের আব্দুর রশিদ বেপারির ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশ অবগত আছেন।

ইএইচ

Link copied!