Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

শনিবার সাঈদ খোকনের সংবাদ সম্মেলন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৭, ২০২৪, ০৪:০৩ পিএম


শনিবার সাঈদ খোকনের সংবাদ সম্মেলন

এগিয়েছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা শীর্ষক মিট দ্য প্রেস করবেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

আগামীকাল শনিবার (১৮ মে) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই মিট দ্য প্রেস অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ সাঈদ খোকনের জনসংযোগ কর্মকর্তা মো. জাহিদ আলম ইমন মিট দ্য প্রেসের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আগামীকালের মিট দ্য প্রেসে মোহাম্মদ সাঈদ খোকন মেয়র থাকা অবস্থায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন যেসব সফলতা অর্জন করেছেন তা ফের নগরবাসীর সামনে তুলে ধরবেন। এ ছাড়া ২০১৯ ও ২০২৩ সালে ঢাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা নিয়ে দক্ষিণ সিটির মেয়র শেখ ফজলে নূর তাপস গণমাধ্যমে যে মনগড়া বক্তব্য দিয়েছেন, তার সঠিক তথ্য উপস্থাপন করবেন মোহাম্মদ সাঈদ খোকন।

মোহাম্মদ সাঈদ খোকন ২০১৫ সালের ১৭ মে থেকে ২০২০ সালের ১৬ মে পর্যন্ত সফলতার সঙ্গে দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব পালন করেন। এ সময় পরিকল্পিত উন্নয়ন, সুযোগের সমতা, নিরাপদ ও দূষণমুক্ত আধুনিক ঢাকা বিনির্মাণে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সার্বিক সহযোগিতায় ৫০টিরও বেশি সফলতা অর্জন করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

ইএইচ

Link copied!