নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৪, ০৩:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক
মে ২৪, ২০২৪, ০৩:০৪ পিএম
রাজধানীর শান্তিনগরে ১২তলা একটি আবাসিক ভবনের দ্বিতীয় তলায় লাগা আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের দুই ইউনিট প্রায় ঘণ্টাখানেকের চেষ্টায় শুক্রবার (২৪ মে) দুপুর ২টা ১০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষময় হয়।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে দুপুর ১টা ৩২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
খালেদা ইয়াসমিন জানান, শান্তিনগরে একটি আবাসিক ভবনে আগুন লাগার খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।
বিআরইউ