Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ০৯:২২ এএম


ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি
ছবিটি রাজধানীর নিউমার্কেট এলাকা থেকে তোলা

প্রবল ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টিসহ দমকা বাতাস বইছে। সোমবার ভোর থেকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হচ্ছে।

এদিকে বৃষ্টির কারণে কর্মস্থলগামী সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।

বৈরি আবহাওয়ার কারণে রোববার সন্ধ্যা থেকে সাতক্ষীরা, বাগেরহাট, ভোলা, পটুয়াখালীসহ বিভিন্ন উপকূলীয় এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়েছে।

এর আগে রোববার রাতে প্রবল ঘূর্ণিঝড় রেমাল বাংলাদেশের উপকূলে আঘাত হানে। রাত ৮টার দিকে ঘূর্ণিঝড়টির কেন্দ্র মোংলার দক্ষিণ-পশ্চিম দিক দিয়ে পশ্চিমবঙ্গ উপকূল ও বাংলাদেশের খেপুপাড়া উপকূল অতিক্রম শুরু করে।

ইএইচ

Link copied!