Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪,

বিকাল ৩টায় রাজধানী অতিক্রম করবে রেমাল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৭, ২০২৪, ০২:০৩ পিএম


বিকাল ৩টায় রাজধানী অতিক্রম করবে রেমাল

ঘূর্ণিঝড় রেমাল আজ দুপুর ৩টার দিকে রাজধানীর ওপর দিয়ে অতিক্রম করবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান।

সোমবার সকালে এক সংবাদ সম্মেলনে গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

বলেন, বেলা ৩টা নাগাদ ঘূর্ণিঝড় রেমাল রাজধানী অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। এ সময় ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। তবে ধীরে ধীরে এটি দুর্বল হয়ে যাবে।

ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে বর্তমানে যশোর অঞ্চলে অবস্থান করছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ের কেন্দ্র রাজধানী ঢাকার ওপর দিয়ে গেলেও তেমন কোনো প্রভাব ফেলবে না। সামান্য বৃষ্টিপাত হবে। আজ সারাদিন ঢাকায় থেমে থেমে বৃষ্টি হবে। এর সঙ্গে থাকবে দমকা হাওয়া। আগামীকাল ঢাকার আবহাওয়া স্বাভাবিক হতে পারে।

উল্লেখ্য, প্রবল ঘূর্ণিঝড় রেমাল দুর্বল হয়ে স্থল গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। সমুদ্রবন্দরগুলোকে বিপদ সংকেত নামিয়ে তার পরিবর্তে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ইএইচ

Link copied!