Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

মে ২৮, ২০২৪, ১০:১৭ এএম


ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে বৃষ্টি-বাতাস, বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল ৩ জনের

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে রাজধানীতে প্রবল ঝড়, বৃষ্টি ও বাতাসে পৃথক জায়গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই নারীসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

সোমবার রাতের বিভিন্ন সময়ে রাজধানীর খিলগাঁও ও যাত্রাবাড়ী এলাকায় তাদের মৃত্যু হয়।

নিহতরা হলেন মরিয়ম বেগম (৪৫), মো. রাকিব (২৫) ও লিজা আক্তার (১৫)।

পুলিশ জানায়, খিলগাঁও সিপাহীবাগ এলাকায় আইসক্রিম গলিতে বৃষ্টির পানি দিয়ে যাওয়ার সময়ে বৈদ্যুতিক খুঁটিতে লেগে অচেতন হয়ে পরেন মরিয়ম বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কাছের হাসপাতালে নিয়ে যায়। এ সময় চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে লিজা আক্তার বৃষ্টির সময়ে বাসার পাশের টিনের প্রাচীর স্পর্শ করলে বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লিজা যাত্রাবাড়ী থানাধীন দরবার শরীফ এলাকায় ভাড়া থাকতেন। তিনি নোয়াখালী জেলার চরজব্বার উপজেলার মো. সিরাজ খানের মেয়ে।

এছাড়া খিলগাঁওয়ের তালতলায় ব্যাটারিচালিত অটোরিকশা গ্যারেজে রেখে চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট মৃত্যু হয় রাকিবের। রাকিব ঝালকাঠি সদর উপজেলার উত্তর চরাইল গ্রামের মো. দুলাল মিয়ার ছেলে।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া জানান, ৩ জনের লাশ মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ইএইচ

Link copied!