Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

ধর্মমন্ত্রীর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উদ্ধার

আমার সংবাদ ধর্ম ডেস্ক

মে ৩১, ২০২৪, ১০:২৫ পিএম


ধর্মমন্ত্রীর আইফোন ফিফটিন প্রো ম্যাক্স উদ্ধার

দীর্ঘ এক মাস পর ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের আইফোন ফিফটিন প্রো ম্যাক্স মোবাইল ফোনটি উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

শুক্রবার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ফোনটি উদ্ধার করেছে। 

এদিকে ঘটনার সঙ্গে জড়িত আন্তঃজেলা মোবাইল চোর চক্রের ৯ জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

এর আগে গত ৩০ এপ্রিল সকালে জামালপুরের ইসলামপুরে সাবেক ভূমি প্রতিমন্ত্রী রাশেদ মোশারফের স্ত্রী জানাজায় অংশ নেন ধর্মমন্ত্রী। সেখানে তার পাঞ্জাবির পকেট থেকে মোবাইল ফোনটি সিমসহ হারিয়ে যায়। 

ডিবি জানিয়েছে, ধর্মমন্ত্রীর চুরি যাওয়া আইফোন উদ্ধার বিষয়ে শনিবার বেলা ১২টায় ব্রিফিং করে ডিবির পক্ষ থেকে বিস্তারিত জানানো হবে।

ইএইচ

Link copied!