Amar Sangbad
ঢাকা শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪,

স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে ড. ফরহাদ জাহিদের বিশেষ প্রেজেন্টেশন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ৭, ২০২৪, ০৮:৩৬ পিএম


স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে ড. ফরহাদ জাহিদের বিশেষ প্রেজেন্টেশন

স্মার্ট বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়সমূহের ট্রান্সফর্মেশন ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসরগণের উপস্থিতিতে ‘রূপকল্প’ উপস্থাপন করেছেন ড. ফরহাদ জাহিদ শেখ৷

বৃহস্পতিবার ইউজিসির কনফারেন্স রুমে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ’ বিষয়ক কর্মশালায় তিনি এ প্রেজেন্টেশন দেন৷

দেশের ৪৬টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ১৬০ জন সিনিয়র প্রফেসর ভিসি, প্রো-ভিসি,ট্রেজারার-ডিন এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ১০টি বিভাগের পরিচালকের উপস্থিতিতে এ প্রেজেন্টেশন দেওয়া হয়৷

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসির সদস্য ও চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) প্রফেসর ড. মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. ফেরদৌস জামান৷

কর্মশালায় ড. ফরহাদ জাহিদ শেখ স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ইউজিসি এবং বিশ্ববিদ্যালয়সমূহের স্মার্ট রূপান্তরের গুরুত্ব, ভূমিকা এবং স্মার্ট নাগরিক ও স্মার্ট সমাজ গঠনে শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিতকরণ, স্মার্ট বাংলাদেশের লক্ষ্য অর্জনে সহায়িকা হিসেবে ইউজিসির বিভিন্ন উদ্যোগ (নীতি নির্ধারণ, তহবিল প্রদান, প্রকল্প বাস্তবায়ন) সম্পর্কিত বিষয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে বিস্তারিত উপস্থাপনার মধ্য দিয়ে মূল্যবান বক্তব্য ও পরামর্শ প্রদান করেন।

ইএইচ

Link copied!