Amar Sangbad
ঢাকা রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫,

ঢাকা মেডিকেল থেকে জাল নোটসহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৪, ১২:৩৪ এএম


ঢাকা মেডিকেল থেকে জাল নোটসহ যুবক আটক

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে জাল নোটসহ শাকিল মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়েছে।

রোববার রাত সাড়ে ৮টার দিকে তাকে হাতেনাতে আটক করা হয়।

আটক শাকিল মাগুরার মোহাম্মদপুর থানার কাউরা গ্রামের ফিরোজ আলমের ছেলে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মাসুদ জানান, অভিযুক্ত ওই যুবককে দুইটি ১০০০ টাকার জাল নোটসহ ঢামেকে নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যরা আমাদের ক্যাম্পে নিয়ে আসেন। আমরা বিষয়টি শাহবাগ থানা পুলিশকে জানিয়েছি।

ইএইচ

Link copied!