Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি, ২০২৫,

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১০, ২০২৪, ০৯:৪৮ এএম


ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্পের কর্মশালা অনুষ্ঠিত

ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে জাতীয় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ির মহাপরিচালক কৃষিবিদ বাদল চন্দ্র বিশ্বাস।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক সরেজমিন উইং কৃষিবিদ মো. তাজুল ইসলাম পাটোয়ারী, পরিচালক, পরিকল্পনা, প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং, পরিচালক, ক্রপস উইং, পরিচালক, উদ্ভিদ সংগনিরোধ উইং, পরিচালক, উদ্ভিদ সংরক্ষণ উইং, পরিচালক, হর্টিকালচার উইং।

এছাড়া বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইনস্টিটিউট, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন প্রকল্প, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন ও বিশ্ব ব্যাংকের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

সভার শুরুতে প্রকল্প পরিচালক, কৃষিবিদ খন্দকার মুহাম্মদ রাশেদ ইফতেখার, স্বগত বক্তব্য দেন এবং প্রকল্পের বিস্তারিত তথ্য উপাত্ত উপস্থাপন ও সম্ভাব্য ফলাফল সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

মহাপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর প্রকল্পের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন।

তিনি বলেন যে, আধুনিক কৃষি ও ক্লাইমেট স্মার্ট অ্যাগ্রিকালচার ও সাশ্রয়ী পানি ব্যবস্থার চমৎকার চমৎকার কার্যক্রম মাঠ পর্যায়ে বাস্তবায়ন হচ্ছে।

খুলনা অঞ্চলের অতিরিক্ত পরিচালক বলেন প্রকল্পটির কার্যক্রম খুলনা অঞ্চলের (ঝুঁকিপূর্ণ) ১৩টি উপজেলায় বিস্তৃত করা প্রয়োজন।

পরিচালক সরেজমিন উইং বলেন- প্রকল্পের কার্যক্রম বাংলাদেশের সকল হটস্পট কেন্দ্রিক।

তিনি আরও বলেন প্রকল্প কার্যক্রম সম্প্রসারণের ক্ষেত্রে যে সেট আপ স্থাপন করা হয়েছে তা  সুসংহত ও আকর্ষণীয়।

পরিচালক, পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং বলেন প্রকল্পের ড্রোন কার্যক্রম, সেন্সর বেইজড কার্যক্রম সত্যিই আশাপ্রদ।

ইএইচ

Link copied!