Amar Sangbad
ঢাকা বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪,

রামপুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১১, ২০২৪, ০৪:৫৩ পিএম


রামপুরায় স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর রামপুরা ওয়াপদা রোডের একটি বাসা থেকে ফাতিমা আহমেদ সান (১৪) নামে গলায় ফাঁস দেয়া অবস্থায় এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ৮টার দিকে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি ভিকারুননিসা নূন স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী।

স্বজনরা জানান, পরিবারের সাথে রামপুরা ওয়াপদা রোডের একটি ভাড়া বাসায় থাকতেন ফাতিমা। বিকেলে তার রুমে ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন তিনি। তবে ঝুলন্ত অবস্থা থেকে ফ্লোরে পড়ে যায় তিনি। পরবর্তীতে স্বজনরা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। কিন্তু চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত বলে জানান।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। তবে তার আত্মহত্যার কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

আরএস


 

Link copied!