Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

বনানীতে মোটরসাইকেল আরোহীকে চাপা দিল বিনিময় বাস

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৫, ২০২৪, ০১:৪৯ পিএম


বনানীতে মোটরসাইকেল আরোহীকে চাপা দিল বিনিময় বাস

রাজধানীর বনানী এলাকায় টাঙ্গাইলের ধনবাড়ী ও মধুপুরগামী বিনিময় পরিবহনের একটি বাসের চাপায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

শনিবার দুপুর ১২টার দিকে বনানী ২৭ নম্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।

সূত্র জানায়, মোটরসাইকেল আরোহীকে চাপা দিয়ে বাসটি কিছুদূর টেনে নিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন বনানী থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী সাহান হক।

তিনি জানান, দুপুর ১২টার দিকে একটি মোটরসাইকেল বনানীর ২৭ নম্বর থেকে ইউটার্ন নিয়ে উত্তরার দিকে যাচ্ছিল। হঠাৎ বিনিময় পরিবহনের বাসটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে কিছুদূর টেনে নিয়ে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী নিহত হন।

তিনি আরও জানান, বিনিময় পরিবহনের বাসটি ট্রাফিক সিগনাল অমান্য করে বেপরোয়া গতিতে চালিয়ে পেছন থেকে ওই বাইকে ধাক্কা দেয়। এতে বাইকের চালক বাসের নিচে চলে যান।

লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

ইএইচ

Link copied!