Amar Sangbad
ঢাকা মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫,

শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৬, ২০২৪, ০১:২৯ পিএম


শেষ মুহূর্তে ঢাকা ছেড়ে বাড়ির পথে ছুটছে মানুষ

রাত পোহালেই পবিত্র ঈদুল আজহা। শেষ সময়ে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বাড়ি ফিরছে ঘরমুখো মানুষ।

এদিকে সকাল থেকেই বাস কাউন্টারে অপেক্ষা করছেন ঘরমুখো মানুষ। বাস পেলেই রওনা হচ্ছেন নিজেদের গন্তব্যে।

ভোর থেকেই রাজধানীর কবমলাপুর রেলস্টেশন ও বাস টার্মিনালে রয়েছে যাত্রীদের ভিড়। কমলাপুর থেকে আগাম টিকিট না পেয়ে ট্রেনে স্ট্যান্ডিং টিকিট কেটে বাড়ি ফিরছেন অনেকে।

রাজধানীর বাস টার্মিনালগুলোতে যাত্রীদের ভিড় লক্ষ্য করা গেছে। এছাড়া বাড়তি ভাড়া নেয়ার অভিযোগ করেছেন অনেকে।

অতিরিক্ত ভিড়ের কারণে রাজধানীর বাস, রেল ও লঞ্চ টার্মিনালের বিভিন্ন সড়কে দেখা দিয়েছে যানজট। এতে অনেকে বাস, রিকশা, সিএনজি অটোরিকশা থেকে নেমে ব্যাগ হাতে নিয়ে হেঁটে যাচ্ছেন টার্মিনালের দিকে। টার্মিনালগুলোর সামনে রয়েছে বাসের লম্বা সারি।

এদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও অন্য সময়ের চেয়ে যাত্রীর চাপ বেশি দেখা গেছে। দক্ষিণাঞ্চলগামী লঞ্চের ডেক যাত্রীতে পূর্ণ।

ইএইচ

Link copied!