Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

ঈদের দ্বিতীয় দিনে খুললো মেট্রোরেল

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৪, ০১:৪৩ পিএম


ঈদের দ্বিতীয় দিনে খুললো মেট্রোরেল

ঈদের দ্বিতীয় দিন সকাল থেকে মেট্রোরেল চলাচল শুরু করছে। মঙ্গলবার সকাল ৭টা ১০ মিনিটে উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের উদ্দেশ্য যাত্রা শুরু করে মেট্রোরেল।

তবে ছুটির দিন হলেও মেট্রোরেলে ভ্রমণপিপাসুদের উপস্থিতি ছিল খুবই কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভ্রমণপিপাসুদের উপস্থিতি বাড়তে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

মঙ্গলবার সকালে সরেজমিন রাজধানী পল্লবী, আগারগাঁও, বিজয় স্মরণী, ফার্মগেট ও কারওয়ান বাজার মেট্রো স্টেশন ঘুরে এ চিত্র চোখে পড়েছে।

মেট্রোরেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি, বৈরী আবহাওয়াসহ নানা কারণে মেট্রোরেলে যাত্রীর সংখ্যা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যাত্রী সংখ্যা বাড়বে বলে তারা আশা করছেন।

ইএইচ

Link copied!