Amar Sangbad
ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৪,

ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ১৮, ২০২৪, ০২:০০ পিএম


ঈদের দ্বিতীয় দিনেও ফাঁকা রাজধানী

কোরবানি ঈদের ছুটিতে ঢাকা অনেকটাই ফাঁকা। অনেকেই ঈদ করতে বাড়ি যাওয়ায় চাপমুক্ত রাজধানী। যানবাহন কম, তাই যানজটও নেই।

ঈদে ঢাকা ছেড়েছেন অসংখ্য মানুষ। ফলে চিরচেনা ভিড়ের নগরী অনেকটাই ফাঁকা।

এ ধরনের দিনগুলোতে বছরে কয়েকবার ধুলা-ধোঁয়ার নগরীর বাসিন্দারা স্বস্তির নিশ্বাস নেন। প্রায় ঢাকার এই রূপ দেখতে ঘর ছেড়ে বেরিয়ে পড়েন নগরীর স্থায়ী বাসিন্দাদের অনেকেই।

মঙ্গলবার সকালে রাজধানীর সড়কে দুই একটি বাস, কয়েকটি রিকশা, সিএনজিচালিত অটোরিকশা আর প্রাইভেটকার ছাড়া তেমন বড় কোনো যানবাহন দেখা যায়নি।

একই অবস্থা এয়ারপোর্ট, খিলক্ষেত, বনানী, মহাখালী, গুলিস্তান, পল্টন, শাহবাগ ও কারওয়ান বাজারসহ বিভিন্ন সড়কে। মানুষের যাতায়াত কম হওয়ায় এসব সড়ক অনেকটা ফাঁকা।

তবে বেলা বাড়লে মানুষের যাতায়াত কিছুটা বাড়তে পারে। এসব এলাকায় গাড়ির চাপ অন্যান্য দিনের তুলনায় অনেক কম। নগরজুড়ে চলছে ছুটির আমেজ

যানবাহন কম, তবুও স্বল্প সংখ্যক পরিবহনের বেপরোয়া গতি দুর্ঘটনার শঙ্কা তৈরি করে। জনসংখ্যার চাপে ভরা নগরীর চিরচেনা রূপ থেকে মাঝে মাঝে কয়েকদিনের এই স্বস্তি।

ইএইচ

Link copied!