পার্বত্যাঞ্চল প্রতিনিধি
জুন ২৪, ২০২৪, ১০:১৩ পিএম
পার্বত্যাঞ্চল প্রতিনিধি
জুন ২৪, ২০২৪, ১০:১৩ পিএম
খাগড়াছড়িতে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করা হয়েছে।
সোমবার সকাল ১০টার দিকে খাগড়াছড়ি স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুমানা আক্তারের সভাপতিত্বে বেলুন উড়িয়ে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী ও খাগড়াছড়ি জেলার পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার)।
উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করেছে, রামগড় একাদশ বনাম গুইমারা একাদশ।
জেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি মো. শানে আলমের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) মো. জসীম উদ্দিন পিপিএম, খাগড়াছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. দিদারুল আলমসহ জেলা ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, খেলার পরিচালক, সহকারী পরিচালক, দুই দলের খেলোয়াড়, বিভিন্ন দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সরকারি বেসরকারি কর্মকর্তা ও কর্মচারীরা।
এ সময় খাগড়াছড়ির পুলিশ সুপার মুক্তা ধর বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে হলে সুস্থ সবল নাগরিক চাই। সুস্থ দেহ সুস্থ মন তৈরি করতে খেলাধুলার বিকল্প নেই। মাদকমুক্ত যুব সমাজ গড়ে তুলতে খেলাধুলার প্রতি গুরুত্ব দিতে হবে। খেলাধুলার মাধ্যমে শৃঙ্খলাবোধের উপলব্ধি ঘটে, যা আমাদের চারিত্রিক বিকাশ ঘটাতে সাহায্য করে। মোবাইলের আসক্তি থেকে দূরে রাখতে সাহায্য করে খেলাধুলা।
ইএইচ