Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

রাজধানীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৪, ১২:৪০ এএম


রাজধানীতে দুপক্ষের সংঘর্ষে আহত ৪

রাজধানীর কদমতলি এলাকায় চাঁদাবাজি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আওয়ামী লীগ নেতাসহ চার জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে জুরাইন বউবাজার এলাকয় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন- মো. জসিম (৪০) তানসেন মাতবর (৪০), জাহাঙ্গির আলম মিন্টু (৪৮) ও মো. তুষার (৩০)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের এএসআই মো. মাসুদ জানান, জুরাইন থেকে ছুরিকাঘাতে চারজন আহতকে হাসপাতালে আনা হয়েছে। জরুরি বিভাগে তাদের চিকিৎসা চলছে।

এ বিষয়ে কদমতলী থানার ওসি আবুল কালাম জানান, জুরাইন বউবাজার এলাকায় একটি মারামারির সংবাদ পাওয়া গেছে। সেখানে পুলিশ গিয়ে কাউকে পায়নি। এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি।

ইএইচ

Link copied!