Amar Sangbad
ঢাকা সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫,

উচ্ছেদ অভিযানে ‘আমার কিছু যায় আসে না’ বলেলেন ইমরান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৪, ০২:৪৯ পিএম


উচ্ছেদ অভিযানে ‘আমার কিছু যায় আসে না’ বলেলেন ইমরান

রাজধানীর মোহাম্মদপুর এলাকার আলোচিত সাদিক অ্যাগ্রো ফার্ম উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। 

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উচ্ছেদ অভিযান শুরু করা হয়। 

এদিকে উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাদিক অ্যাগ্রোর মালিক মোহাম্মদ ইমরান হোসাইন বলেন, আমি একজন ভাড়াটিয়া। তাই উচ্ছেদ অভিযানে আমার কিছু যায় আসে না। আমি অন্য জায়গায় চলে যাব।

তিনি বলেন, সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযানকে স্বাগত জানাই এবং তা অবশ্যই হওয়া উচিত।

এ সময় আলোচিত ইমরান বলেন, সিটি করপোরেশন যে জায়গাটা খাল বলে দাবি করছে, সেটির মালিক আমি না। এই জায়গায় মালিক এই স্থাপনার দ্বিতীয়তলায় থাকেন। তিনি তার জায়গায় স্থাপনা করেছেন, আমি নিচতলা ভাড়া নিয়েছি। মালিক নিজেই দ্বিতীয় তলায় থাকেন।

ইএইচ

Link copied!