Amar Sangbad
ঢাকা বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪,

খোঁজ মিলছে না সাদিক এগ্রোর মালিক ইমরানের

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুন ২৭, ২০২৪, ০৮:১৩ পিএম


খোঁজ মিলছে না সাদিক এগ্রোর মালিক ইমরানের

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধভাবে জায়গা দখল করে গড়ে তোলা সাদিক এগ্রো উচ্ছেদ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এদিকে বৃহস্পতিবার দুপুর ১২টায় উচ্ছেদ অভিযান শুরু হওয়ার পর থেকে খোঁজ মিলছে না সাদিক এগ্রোর মালিক ইমরান হোসেনের।

প্রভাবশালী এই গরু ব্যবসায়ীকে অভিযানের আশপাশেও দেখা যায়নি। তিনি কোথায় আছেন, তাও জানা যায়নি।

আগে থেকে উচ্ছেদের কথা প্রকাশ পাওয়ায় বেশির ভাগ পশু আগেভাগে সরিয়ে ফেলা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। যদিও আলোচিত সেই ছাগলসহ আরও কিছু পশু উচ্ছেদের সময় সাদিক এগ্রোতে দেখা গেছে।

এর আগে দুপুর পৌনে ১২টার দিকে একটি পেলোডার, একটি হুইল এক্সক্ভেটর, তিনটি বেক-হো লোডার নিয়ে হাজির হন সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত।

ইএইচ

Link copied!