Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

মিরপুরে কলেজছাত্র খুন: হবিগঞ্জ থেকে সহপাঠী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ৭, ২০২৪, ১১:৪৩ পিএম


মিরপুরে কলেজছাত্র খুন: হবিগঞ্জ থেকে সহপাঠী গ্রেপ্তার

রাজধানীর মিরপুরে কমার্স কলেজের শিক্ষার্থী জুবায়ের হাসান রাফিত (১৮) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে সহপাঠী চৌধুরী রাজিন ইকবালকে (১৮) হবিগঞ্জ থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে হবিগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে এ ঘটনায় রাজিন ও তার বাবা ইকবাল হোসাইনকে আসামি করে মামলা করেছেন নিহত রাফিতের বাবা আবুল বাশার।

এর আগে, শনিবার বিকালে সহপাঠী রাফিতকে কোচিং শেষে বাসায় ডেকে নিয়ে বটি দিয়ে কুপিয়ে হত্যা করে বাসার সামনে ফেলে রাখেন রাজিন।

ইএইচ

Link copied!