Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দ্যা স্কলারস ফোরাম

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১০, ২০২৪, ০৪:৩১ পিএম


বৃক্ষরোপণ কর্মসূচি পালন করল দ্যা স্কলারস ফোরাম

মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ অভিযান-২০২৪ এর আয়োজন করে দ্যা স্কলারস ফোরাম ঢাকা।

বুধবার (১০ জুলাই) রাজধানীর সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে বৃক্ষরোপণের এ কর্মসূচি হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সেন্ট ফ্রান্সিস জেভিয়ার্স গার্লস স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল সিস্টার নিলু মৃ, আর. এন. ডি. এম।

পরিবেশগত ভারসাম্য রক্ষায় প্রতি বছরের ন্যায় এবারও রাজধানীর বিভিন্ন স্কুলে প্রায় ৩২৮ টির অধিক ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করেন দ্যা স্কলারস ফোরাম ঢাকা।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নির্বাহী সদস্য দেলোয়ার হোসাইন,নির্বাহী পরিচালক শফিকুল ইসলাম সাইফুল, স্কুল প্রতিনিধি বায়জিদ মাহমুদসহ স্কুলের বিভিন্ন শিক্ষক প্রতিনিধি ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নিজ হাতে বৃক্ষ উপহার পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে।

বিআরইউ

Link copied!