Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ভোর থেকে ঢাকায় ঝুম বৃষ্টি, ডুবেছে বহু সড়ক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৪, ১১:০৪ এএম


ভোর থেকে ঢাকায় ঝুম বৃষ্টি, ডুবেছে বহু সড়ক

মৌসুমি বায়ুর প্রভাবে সারাদেশেই বৃষ্টি হচ্ছে। শুক্রবার সকাল থেকে রাজধানীতেও বৃষ্টি হচ্ছে। এতে তাপমাত্রা অনেকটা কমলেও চলাচলে বেশ দুর্ভোগ পোহাতে হচ্ছে নগরবাসীকে।

ভোর থেকেই ঢাকার আকাশ মেঘে ঢাকা। সকালেই নামে ঝুম বৃষ্টি। মেঘের গর্জনের সঙ্গে বৃষ্টিও বেড়েই চলছে।

এদিকে বৃষ্টিতে ভোগান্তিতে পড়েছেন অফিসগামীসহ জরুরি কাজে বের হওয়া সাধারণ মানুষ। তবে বৃষ্টির কারণে গরম কমায় অনেকটা স্বস্তি পেয়েছেন নগরবাসী।

বৃষ্টিতে নগরীর অনেক প্রধান সড়কসহ অলিগলিতে জলাবদ্ধতা তৈরি হতে দেখা গেছে। এতে ভোগান্তিতে পড়েছেন নগরবাসী। অনেকেই নিরুপায় হয়ে বৃষ্টিতে ভিজে গন্তব্যে ছুটেছেন।

বৃহস্পতিবারই ঢাকাসহ সারাদেশে ৪৮ ঘণ্টায় ভারী বর্ষণের সতর্কবাণী দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।

ইএইচ

Link copied!