নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৪, ০৩:১০ পিএম
নিজস্ব প্রতিবেদক
জুলাই ১২, ২০২৪, ০৩:১০ পিএম
শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনে সকাল থেকেই মুষলধারে বৃষ্টি ঝরছে পুরা ঢাকায়। এতে রাজধানীর প্রায় সব এলাকার রাস্তায় পানি জমে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও হাঁটুপানি, কোথাও কোমরপানি।
এতে দুর্ভোগে পড়েছেন পথচারী ও শ্রমজীবীরা। সবচেয়ে বেশি বিড়ম্বনায় পড়েছেন শুক্রবারের পরীক্ষায় অংশ নেওয়া চাকরিপ্রার্থীরা। প্রত্যেকে ভিজেই পরীক্ষার হলে উপস্থিত হয়েছেন।
শুক্রবার দুপুরে রাজধানীর পল্টন, বাসাবো, খিলগাঁও, শাহজাহানপুর, রাজারবাগ, মালিবাগ, ধানমন্ডি এলাকা ঘুরে দেখা গেছে, প্রতিটি অলি-গলিসহ মূল সড়কেও হাঁটু পরিমাণ পানি জমেছে। শান্তিনগর, মৌচাক এলাকার প্রধান সড়কে রয়েছে কোমরপানি।
একই অবস্থা শাহবাগ, গ্রিনরোড, পান্থপথ, উত্তরা, বনানী, জাহাঙ্গীর গেট, মোহাম্মদপুরের তাজমহল রোড, বিজয়নগর, বসুন্ধরা, বিজয় সরণি, বাংলা মোটর, ধানমন্ডি, আফতাবনগর, বাড্ডা, আজিমপুর এলাকায়।
শুক্রবার সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত টানা তিন ঘণ্টায় ঢাকায় ৬০ মিলিমিটার বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। এখনো গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে।
এর আগে দেশের সব বিভাগেই আজ বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর।
ইএইচ