Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কোটা আন্দোলনকারীদের ডিএমপি কমিশনারের ‘কঠোর হুঁশিয়ারি’

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৫, ২০২৪, ১২:৩৭ পিএম


কোটা আন্দোলনকারীদের ডিএমপি কমিশনারের ‘কঠোর হুঁশিয়ারি’

ডিএমপি কমিশনার হাবিবুর রহমান হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আদালতের আদেশ না মেনে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে শক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোমবার পুরান ঢাকার হোসাইনী দালান ইমামবাড়ায় তাজিয়া মিছিল উপলক্ষে ডিএমপির নেয়া নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

এ সময় ডিএমপি কমিশনার বলেন, আদালতের নিয়ম মানতে আমরা বাধ্য। অতএব পুলিশ যেসব কর্মকাণ্ড পরিচালনা করবে; সেটি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই হবে।

বলেন, যদি কেউ আইনশৃঙ্খলা ভঙ্গজনিত কোনো ধরনের অপতৎপরতা চালান বা চালাতে চান, সেটা যেই হোক শক্ত হাতে মোকাবিলা করা হবে।

এ সময় তাজিয়া মিছিলকে কেন্দ্র করে অতীতের জঙ্গিবাদের ঘটনাকে মাথায় রেখে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সাংবাদিকদেরকে জানিয়েছেন ডিএমপি কমিশনার।

ইএইচ

Link copied!