Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

সাঈদ খোকন

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে নেমেছে

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ১৬, ২০২৪, ০৯:০১ পিএম


কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে নেমেছে

কোটাবিরোধী আন্দোলনের আড়ালে বিএনপি-জামাত মাঠে নেমেছে বলে মন্তব্য করেছেন, ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, আমাদের কোমলমতি শিক্ষার্থীদের আড়ালে বিএনপি-জামাত আর সাম্প্রদায়িক শক্তি মাঠে নেমেছে। আজকে নতুন করে যে যুদ্ধের সূচনা হচ্ছে এটা আমাদের সন্তানদের বিরুদ্ধে নয়, এটা সত্যিকারার্থে ওই নব্য রাজাকারদের বিরুদ্ধে। এই যুদ্ধে স্বাধীনতা বিরোধী শক্তিকে শেখ হাসিনার নেতৃত্বে পরাজিত করে স্বনির্ভর এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের মধ্য দিয়ে আমরা আবার এগিয়ে যাব। শেখ হাসিনার নেতৃত্বে আমরা রাজপথে থাকবো।

মঙ্গলবার (১৬ জুলাই) রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক আলোচনা সভায় এসব কথা বলেন মোহাম্মদ সাঈদ খোকন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারাবন্দি দিবস উপলক্ষ্যে এই সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন বলেন, বর্তমানে কোটা সংস্কার নিয়ে আন্দোলন হচ্ছে, সরকারি চাকরি নিয়ে কথা হচ্ছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশে বেকারত্বের হার আমরা কমিয়ে এনেছি। শেখ হাসিনার নেতৃত্বে অর্থনৈতিকভাবে দেশ এগিয়ে যাচ্ছে, এই উন্নয়ন যাদের সহ্য হয় না তারা আজ নতুন এক অ্যাজেন্ডা নিয়ে মাঠে নেমেছে। বিএনপি-জামাতের নীল নকশা অনুযায়ী কোমলমতি শিক্ষার্থীদের দিয়ে রাজপথ দখল করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু যাদের জীবনের বিনিময়ে এই বাংলায় আমরা আজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছি; সেই মুক্তিযোদ্ধাদেরকে যারা কটাক্ষ করবে তাদেরকে রাজপথে ছাড় দেওয়া হবে না।

মোহাম্মদ সাঈদ খোকন বলেন, আমাদের নতুন প্রজন্মকে সর্বপ্রথম মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধ কি, মুক্তিযুদ্ধ কেন হয়েছিল নতুন করে তাদেরকে এ বিষয়ে আবার শেখাতে হবে। মুক্তিযুদ্ধে আমাদের পূর্বসূরী যারা হাতে অস্ত্র তুলে নিয়েছিলেন, জীবনের মায়া ত্যাগ করে রণাঙ্গনে যুদ্ধ করেছিল; তার পরিবারের সন্তান আর একটা রাজাকারের সন্তান এক হতে পারে না। বাংলাদেশ দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের চেতনার উপর ভর করে। এই চেতনা যদি নড়বড়ে হয়ে যায় বাংলাদেশ টিকবে কিনা সে ব্যাপারে সন্দেহ থেকে যায়। তাই দেশকে যদি শক্তিশালী বৃত্তের উপর  দাঁড় করাতে হলে মুক্তিযুদ্ধের চেতনার উপর দাঁড় করাতে হবে।

বিআরইউ

Link copied!