Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

কোটাবিরোধী আন্দোলন: সাইন্সল্যাবে নিহত যুবকের পরিচয় মিলেছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৭, ২০২৪, ১২:৩৪ এএম


কোটাবিরোধী আন্দোলন: সাইন্সল্যাবে নিহত যুবকের পরিচয় মিলেছে

কোটাবিরোধী আন্দোলনে রাজধানী সাইন্সল্যাবে নিহত যুবকের পরিচয় পাওয়া গেছে। নিহত ওই যুবকের নাম মো. শাহজাহান (২৫), তিনি নিউমার্কেট এলাকার হকার ছিলেন। কামরাঙ্গীচর এলাকার চাঁন মসজিদ এলাকায় স্ত্রীকে নিয়ে থাকতেন তিনি।

মঙ্গলবার রাত সাড়ে ৮টায় নিহত মো. শাহজাহানের স্ত্রী ফাতেহা আক্তার, মা আয়েশা বেগম ঢাকা মেডিকেল কলেজের মর্গে এসে লাশ শনাক্ত করেন।

তার মা আয়েশা বেগম জানান, তার ছেলে শাহজাহান নিউমার্কেট বলাকা সিনেমা হলের সামনে পাপোস বিক্রি করতেন। সে সকালে কাজে বের হয়। এরপর তার আর খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, সিটি কলেজের সামনে থেকে কে বা কারা তাকে উদ্ধার করে পপুলার হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা পর আলী মিয়া নামে এক অ্যাম্বুলেন্স চালক তাকে আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নিয়ে আসলে মৃত ঘোষণা করেন।

ইএইচ

Link copied!