Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের গুলি: আমার সংবাদের প্রতিবেদক আহত

আমার সংবাদ ডেস্ক:

আমার সংবাদ ডেস্ক:

জুলাই ১৭, ২০২৪, ০৬:৩০ পিএম


শিক্ষার্থীদের কফিন মিছিলে পুলিশের গুলি: আমার সংবাদের প্রতিবেদক আহত

কোটা সংস্কার আন্দোলনরত শিক্ষার্থীদের কফিন মিছিল নিয়ে বের হওয়ার সময় সংবাদ সংগ্রহকালে গুরুতর আহত হন আমার সংবাদের ডিজিটাল বিভাগের রিপোর্টার সিরাত আল মুসতাকিম নিশান। সেই সঙ্গে আরও আহত হন এস এ টিভির রিপোর্টার রহমত উল্লাহ।

আজ বুধবার (১৭ জুলাই) দুপুর ৩টার দিকে ভিসি চত্বর এবং রাজু ভাস্কর্যের মাঝামাঝি স্থানে আহতের ঘটনা ঘটে।

জানা যায়, শিক্ষার্থীদের কফিন মিছিলে বাধা প্রদান করতে পুলিশ রাবার বুলেট সহ কাঁদানে গ্যাস ছুঁড়তে ছুঁড়তে এগিয়ে আসে, ঠিক তখনি শিক্ষার্থীরা পালিয়ে যায়। তবে এ ঘটনার মাঝে আমার সংবাদের রিপোর্টার নিশান সংবাদ সংগ্রহকালে পুলিশের কাঁদানে গ্যাসের কবলে পড়ে। এতে গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান নিশান।

তাকে আহতাবস্থায় পড়ে থেকে দেখে অন্যান্য সংবাদকর্মীরা এগিয়ে আসলে তাদেরকেও পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। এক পর্যায়ে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল থেকে আমার সংবাদের রিপোর্টার সিরাত আল মুসতাকিম নিশান ও এস এ টিভির রিপোর্টার রহমত উল্লাহকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে আসে।

বিআরইউ

Link copied!