Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত অন্তত ১৫

সিরাত আল মুসতাকিম, ঢাবি থেকে

সিরাত আল মুসতাকিম, ঢাবি থেকে

জুলাই ১৭, ২০২৪, ০৭:১৮ পিএম


ঢাবিতে ২ শিক্ষার্থী গুলিবিদ্ধ, আহত অন্তত ১৫

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে লক্ষ্য করে টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে অন্তত দুই শিক্ষার্থী গুলিবিদ্ধ ও পাঁচ সাংবাদিকসহ অন্তত ১৫ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

বুধবার বিকালে ঢাবির ভিসি চত্বর এলাকায় এ ঘটনা ঘটেছে।

গুলিবিদ্ধ দুই শিক্ষার্থী হলেন আফসানা জুঁই ও আব্দুল হান্নান মাসুদ। তারা জানান, গায়েবানা জানাজা শেষে তারা শান্তিপূর্ণভাবে কফিন মিছিল নিয়ে যাচ্ছিলেন। তখন তাদের লক্ষ্য করে দুইদিক থেকে পুলিশ টিয়ারশেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, বর্তমানে ছয় সাংবাদিক ও দুই শিক্ষার্থী ঢামেক হাসপাতালে ভর্তি হয়েছেন। আর সকাল থেকে অন্তত ৩০ জন ঢামেকে চিকিৎসা নিতে এসেছেন।

ঢামেক সূত্র জানিয়েছে, আহত ঢাবির দুই শিক্ষার্থীর পায়ে ছররা গুলির অসংখ্য চিহ্ন রয়েছে। হাসপাতালে আসা আহতের সংখ্যাও বাড়ছে।

ইএইচ

Link copied!