Amar Sangbad
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫,

উত্তরায় পুলিশ বক্স ভাঙচুর, সংঘর্ষ চলছে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

জুলাই ১৮, ২০২৪, ০১:৪৮ পিএম


উত্তরায় পুলিশ বক্স ভাঙচুর, সংঘর্ষ চলছে

রাজধানীর উত্তরার জমজম টাওয়ার মোড়ে ট্রাফিক পুলিশের বক্স ভাঙচুর করা হয়েছে। একই সময় দুটি মিনিবাসও ভাঙচুর করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।

এর আগে কোটা সংস্কার আন্দোলনরতরা ১১টার দিকে উত্তরা সড়কে অবস্থান নেয়। এরপরই হঠাৎ ভাঙচুরের ঘটনা ঘটে। পরে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষ চলছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এছাড়াও আজমপুরে বিএনএস সেন্টারের সামনে মহাসড়ক সংঘর্ষ চলছে।

এদিকে বাড্ডায় ইস্টওয়েস্ট ও ব্র্যাক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া চলছে। ছাত্রদের লক্ষ্য করে পুলিশের টিয়ারশেল নিক্ষেপ করতে দেখা গেছে।

ইএইচ

Link copied!