Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

মিরপুরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালাল আওয়ামী লীগ নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০২:৪৪ পিএম


মিরপুরে শিক্ষার্থীদের ধাওয়া খেয়ে পালাল আওয়ামী লীগ নেতাকর্মীরা

চলমান কোটা আন্দোলনে সারা দেশে চলছে ‍‍`কমপ্লিট শাটডাউন‍‍`।

বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বরে ক্ষমতাসীন আওয়ামী লীগের সমাবেশ ছিল। সেখানে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করলে আওয়ামী লীগের কর্মীরা ঘটনাস্থল ত্যাগ করার চেষ্টা করে।

এ সময় শিক্ষার্থীরা ধাওয়া দিলে সমাবেশের চেয়ার রেখে পালায় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় দূর থেকে আ.লীগের নেতারা ইটপাটকেল ছুড়লে শিক্ষার্থীরা ফের ধাওয়া দেয়। ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও তাদের কোনো ব্যবস্থা নিতে দেখা যায়নি।

আওয়ামী লীগের নেতাকর্মীদের না পেয়ে পরে সমাবেশে স্থানে থাকা চেয়ার ভাঙচুর করতে দেখা যায় শিক্ষার্থীদের।  

ইএইচ

Link copied!