Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন ডিবিপ্রধান হারুন

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১৮, ২০২৪, ০৭:৫৯ পিএম


কাউকে ছাড় দেওয়া হবে না, বললেন ডিবিপ্রধান হারুন

কোটা সংস্কারের আন্দোলনে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ওপর যারা হামলা করেছে তাদের কাউকে ছাড় দেবে না ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

বৃহস্পতিবার বিকালে যাত্রাবাড়ী এলাকা পরিদর্শনকালে সাংবাদিকদের এ কথা বলেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

ডিবিপ্রধান বলেন, কোটাবিরোধী আন্দোলনকারীদের মধ্যে মাদরাসার ছাত্র, ছাত্রদল, যুবদল, জামায়াত-শিবিরের লোক ঢুকে গেছে। তারা পুলিশের গায়ে হাত দিচ্ছে, ভাঙচুর করছে। আমরা কাউকে ছাড় দেব না।
তিনি বলেন, আমাদের সব ধরনের ব্যবস্থা আছে। তবে আমরা ধৈর্যের পরীক্ষা দিচ্ছি, এটা দুর্বলতা নয়।

এ সময় হারুন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আমাদের ধৈর্যকে যারা দুর্বলতা মনে করছেন তারা বোকার স্বর্গে বাস করছেন। আমি অনুরোধ করছি আপনারা ঘরে ফিরে যান।

ইএইচ

Link copied!