Amar Sangbad
ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪,

বন্ধ মেট্রোরেল: রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০৩:২০ পিএম


বন্ধ মেট্রোরেল: রাজধানীতে তীব্র গণপরিবহন সংকট

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে গত এক সপ্তাহ ধরে চলমান নৈরাজ্য-সহিংসতা ও অস্থিতিশীল পরিস্থিতি ধীরে ধীরে শান্ত হয়ে আসছে। গত রোববার থেকে মঙ্গলবার সরকারি-বেসরকারি অফিসে ছিল সাধারণ ছুটি।

টানা তিন দিনের সাধারণ ছুটির পর বুধবার থেকে শুরু হয়েছে অফিস আদালতের কার্যক্রম।

এদিকে আজ সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল করায় রাজধানীতে চলতে শুরু করেছে গণপরিবহন।

তবে সড়কে গণপরিবহন দেখা গেছে খুবই কম। এতে বিপাকে পড়েছেন অফিসগামীরা। অনেকেই বাধ্য হয়ে হেঁটে অফিসে পৌঁছেছেন।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে গত ১৯ জুলাই রাত ১২টা থেকে সারাদেশে কারফিউ জারি করে সরকার। বেসামরিক প্রশাসনকে সহায়তার জন্য মোতায়েন করা সেনাবাহিনী। একই সঙ্গে জনসাধারণের নিরাপত্তা নিশ্চিতে গত রবি, সোম ও মঙ্গলবার (২১, ২২ ও ২৩ জুলাই) সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

ইএইচ

Link copied!