Amar Sangbad
ঢাকা রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪,

সহিংসতায় জড়িত ‘বিএনপি-জামায়াত’ কাউকে ছাড় দেয়া হবে না বললেন বিপ্লব কুমার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

জুলাই ২৪, ২০২৪, ০৪:০৩ পিএম


সহিংসতায় জড়িত ‘বিএনপি-জামায়াত’ কাউকে ছাড় দেয়া হবে না বললেন বিপ্লব কুমার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার বলেছেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না।

বুধবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে এ কথা বলেন তিনি।

এ সময় বিপ্লব কুমার সরকার বলেন, কোটা সংস্কার আন্দোলন চলাকালে সহিংসতার পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী এবং আর্থিক মদতদাতাদের খুঁজে বের করা হবে। বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরাই এই সহিংসতায় জড়িত।

বিপ্লব কুমার বলেন, সংহিসতার ঘটনায় তিনদিনে ঢাকায় ১ হাজার ৩৮০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর বিভিন্ন থানায় মামলা হয়েছে ১৫৪টি।

ইএইচ

Link copied!